ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদাকে মুক্ত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদাকে মুক্ত করতে হবে

পাবনা: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে পাবনা জেলা কার্যালয়ে বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও সংগ্রাম গড়ে তুলতে হবে।

রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া খালেদা জিয়ার মুক্তিসহ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সংগঠনকে বেগবান করে মানুষের মুক্তির লড়াইকে ত্বরান্বিত করতে হবে।

জুলুমবাজি বন্ধ না হলে অচিরেই দেশবাসীকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত, পাবনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানসহ অন্যান্য নেতারা।

সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাতে শরিক হন নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।