শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর-৩ আসনের উপনির্বাচনে রেজাউল করিম রাজু ছাড়াও আরও ১৫ জন নৌকা প্রতীকের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমইউএম/আরকেআর/এসআইএস