ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দেওয়ার আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দেওয়ার আদেশ স্থগিত শামসুর রহমান শিমুল বিশ্বাস

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আদেশের আগেই পাসপোর্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শিমুল।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

তিনি বলেন, ২৯ আগস্ট হাইকোর্ট বিভাগ তার পাসপোর্ট প্রদানে যে রায় দিয়েছেন তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

গত ২৯ আগস্ট রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট দিতে নির্দেশ দেন।

এ বিষয়ে শিমুল বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমি রোববার (২২ সেপ্টেম্বর) পাসপোর্ট হাতে পেয়েছি।
 
শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।