সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি জানান।
নুর বলেন, উর্বর গণতন্ত্র চর্চার পূণ্যভূমি খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করবে, কার্যক্রম চালাবে এটাই বিশ্ববিদ্যালয় বৈশিষ্ট্য।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে বেশ কয়েকবার হামলা করেছে।
‘সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ওপর, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর এবং এখন ছাত্রদল ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। ’
সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবির পাশাপাশি ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্যও আহ্বান জানান ভিপি নুর।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসকেবি/ওএইচ/