ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজের স্থান নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আ’লীগে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজের স্থান নেই  বক্তব্য রাখছেন শফিকুল ইসলাম শিমুল। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদকসেবীকে স্থান দেওয়া হবে না। 

আসন্ন কাউন্সিলে সম্পূর্ণ স্বচ্ছতা ও গণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হবে। দলকে সুসংগঠিত করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ক্লিন ইমেজের ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে।

 

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি আগামী ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় কাউন্সিল করার ঘোষণা দেন।

সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ সভাপতি পিপি সিরাজুল ইসলাম, অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, প্যানেল মেয়র-১ মো. সাহেব আলী, ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তৌহিদুর রহমান ঝরু, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন দেওয়ান, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,  পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।  

এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।