ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বাঞ্ছারামপুরে ইউনিয়ন আ'লীগ সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বাঞ্ছারামপুরে ইউনিয়ন আ'লীগ সভাপতি বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া: দলের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

আমির হোসেন বিভিন্ন সময় দলীয় পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আর্থিক সুবিধা নেন।

পাশাপাশি তিনি চেক জালিয়াতি করে মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, দলের নাম ভাঙিয়ে আমির হোসেন মানুষের কাছ থেকে সুবিধা নেন। পাশাপাশি মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। সেজন্য তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে অভিযোগের ব্যাপারে আমির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।