শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের তোপখানায় সড়ক জনপথ সিলেট জোন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট।
ক্যাসিনো কাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, দল কিংবা দলের বাইরে প্রশাসনই হোক, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না। এ জন্য নিজেদের ঘরে থেকে আগে অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সহ-সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে পরিচালকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনইউ/আরআইএস/