শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব উনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আদনান রিয়াদ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে ৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গত তিন বছরে বাংলাদেশের প্রায় সাত হাজার মানুষ বিদেশে বাড়ি কিনেছেন। এই টাকা তো হাওয়া থেকে আসেনি! এই টাকা এসেছে বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে লুটপাট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কেনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের লুটপাটের নমুনা আমরা দেখেছি। সরকারকে বলতে চাই, আমরা এমন লুটপাটের অর্থনীতি চাই না, এমন লুটপাটের উন্নয়নও চাই না।
তারা বলেন, নীতি-নৈতিকতা বিবর্জিত অন্ধ দলবাজির কারণে আজ লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ক্যাসিনোর মতো অবৈধ বাণিজ্য দেশকে কলুষিত করেছে। ক্যাসিনোর কারণে আজা ক্রীড়াঙ্গন ধ্বংস হতে চলেছে। লাখ লাখ যুবক সর্বস্বান্ত হয়ে গেছে, বেড়েছে সন্ত্রাস-মাদকের আধিপত্য।
এসময় অবিলম্বে জুয়া-মাদক, লুটপাটসহ সব ধরনের দুর্নীতি বন্ধ ও ক্যাসিনো ব্যবসায় জড়িত গডফাদারদের তালিকা প্রকাশ করে তাদের শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরকেআর/একে