ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তল্লাশি চালাতে সম্রাটের শান্তিনগরের ফ্ল্যাটে র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, অক্টোবর ৬, ২০১৯
তল্লাশি চালাতে সম্রাটের শান্তিনগরের ফ্ল্যাটে র‌্যাব সম্রাটের শান্তিনগরের বাসভবন

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শান্তিনগরের ফ্ল্যাটে তল্লাশি চালাতে প্রবেশ করেছে র‌্যাব-৩ এর একটি দল। 

রোববার (০৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ১৩৮ এবং ১৩৮/১, ১৩৯ শান্তিনগরের রহমান ভিলায় সম্রাটের ফ্ল্যাট ৫ সি-তে প্রবেশ করেন তারা।

র‌্যাব-৩ এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

ভবনটির সিকিউরিটি গার্ডের ভাষ্যমতে, এখানের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন সম্রাট। তবে প্রায় বছরখানেক ধরে তিনি নিয়মিত এখানে থাকতেন না। এরপর সেখানে থাকতেন সম্রাটের এক ভাই।  

চলতি ক্যাসিনোকাণ্ডের পর থেকে সম্রাটের ভাই এবং পরিবারের অন্য সদস্যরাও আর এ ফ্ল্যাটে থাকেন না।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এজেডএস/এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।