বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে ‘ভারতের সঙ্গে করা অসম চুক্তি বাতিল ও আবরার ফাহাদ হত্যার বিচার’ দাবিতে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গোলাম মোস্তফা বলেন, ফাহাদ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে ভারসাম্যপূর্ণ, সমান সুযোগ-সুবিধা ও মর্যাদার ভিত্তিতে। কিন্তু দিল্লি সফরে যেসব চুক্তি ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর কোনোটাই আদতে বাংলাদেশের স্বার্থ-মর্যাদা রক্ষা করেনি। এই সফরের মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং, ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনসাধারণকেই জাতীয় স্বার্থবিরোধী সব তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, দফতর সম্পাদক এম এইচ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান উপস্থিত ছিলেন। কার্যক্রম সঞ্চালনা করেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসকেবি/একে