ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

যুবলীগের দপ্তর সম্পাদক আনিস বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, অক্টোবর ১১, ২০১৯
যুবলীগের দপ্তর সম্পাদক আনিস বহিষ্কার

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাকে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন।

তিনি বলেন, শুক্রবার যুবলীগের সভা ছিল। সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।  

তিনি আরো বলেন, সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন না। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বর্তমানে রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কের এক বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন আনিস।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ