শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে একটি মিছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে আসে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বাংলানিউজকে বলেন, কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী ইতোমধ্যে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বাংলানিউজকে বলেন, ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে, শনিবার দুপুর পৌনে ১টায় বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ জানান, নয়াপল্টনে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
ফাহাদ হত্যার প্রতিবাদে ১০ অক্টোবর সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দু’দিনের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেন। যার প্রথম দিন শনিবার দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি। রোববার সারাদেশের জেলা সদরে সমাবেশ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমএইচ/একে