শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, এক সময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতেন, তারা নানাভাবে পদ পদবী পেয়েছে।
আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে। দলের কারণে আমরা রাষ্ট্র ক্ষমতায়। দল আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছে। কিছু মানুষের কারণে আমাদের দুর্নাম হতে পারে না। তাই তিনি এ ব্যাপারে দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড যেন কোনো উইপোকা খেয়ে না ফেলে সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।
এছাড়া সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এসবি/আরআইএস/