সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা মশাল মিছিল করলাম।
‘খালেদা জিয়াকে হয়তো সারাজীবনই জেলে কাটাতে হবে’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতে যে দেশনেত্রী জেলে গেছেন এটা মাহবুব উল আলম হানিফের এ কথাতেই প্রমাণিত হলো।
তিনি বলেন, আপনারা আমাদের উপকূল অন্যকে পর্যবেক্ষণ করার সুযোগ দেবেন- এর বিরুদ্ধে যার কণ্ঠ আপসহীন ধারা বাংলাদেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য সোচ্চার থাকবে তাকেই তো আপনারা জেলে রাখবেন। আপনারা অন্ধকার করেছেন গণতন্ত্রকে হত্যা করে, আপনারা অন্ধকার করেছেন বাক স্বাধীনতা হরণ করে, আপনারা অন্ধকার করেছেন খালেদা জিয়াকে বন্দী করে। তাই এ অন্ধকারের বিরুদ্ধে মশালের আলোতে আমরা এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্তি করবো, গণতন্ত্র ফিরিয়ে আনবো।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিনসহ নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমএইচ/আরআইএস/