ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফাহাদ ইস্যু নিয়ে মাঠে নামলে হালে পানি পাবে না ঐক্যফ্রন্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ফাহাদ ইস্যু নিয়ে মাঠে নামলে হালে পানি পাবে না ঐক্যফ্রন্ট 

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ইস্যু নিয়ে মাঠে নামলে হালে পানি পাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ফাহাদ হত্যা নিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট নেতারা। তাদের কাছে আন্দোলনের অন্য কোনো ইস্যু নেই।

তাই তারা ফাহাদ হত্যার ইস্যুতে নিজেদের ঐক্য ধরে রাখার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ঐক্যফ্রন্ট সভা ডেকেছে এ বিষয়ে মতামত জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে প্রচুর অনৈক্য। ফাহাদের হত্যার পড় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নিয়েছে এগুলোতে সন্তুষ্ঠ হয়ে আন্দোলন স্থগিতের ঘোষনা দিয়েছেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট এ ইস্যুটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। এটি ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য নয়, বরং এ ইস্যু নিয়ে রাজনীতি করার স্বার্থেই এটি করার চেষ্টা করছে। অন্য কোনো কিছু নয়।  

তথ্যমন্ত্রী বলেন, মূলত ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখার চেষ্টা চালানোর স্বার্থেই তারা এ সভার আহ্বান করেছে। তবে, আমি ঐক্যফ্রন্ট নেতাদের বলবো যেই ইস্যু সমাধান হয়ে গেছে। সেই ইস্যু নিয়ে মাঠে নেমে হালে পানি পাবেন না।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।