দলীয় সূত্র জানায়, সারাদেশে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে কুমিল্লার উত্তরের নেতাদের গত ১৪ অক্টোবর রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর রাতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ বাংলানিউজকে বলেন, রোববার (২০ অক্টোবর) রাতে কমিটি হাতে পাওয়ার পর বিষয়টি নজরে এসেছে। একজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলার সদস্যের মৃত্যুর পর যদি আওয়ামী লীগকে না জানানো হয়, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায়? আর এ কমিটি চূড়ান্ত করার আগে খসড়া আমাদের দেখানো হলে হয়তো এ অনাকাঙ্খিত ভুল হতো না।
তিতাস ও মেঘনা উপজেলার কোনো সদস্য না থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছ থেকে খসড়া তালিকা নিয়ে করলেও হয়তো এ দুই উপজেলার কেউ না কেউ থাকতেন। আমরা সোমবার (২১ অক্টোবর) চেষ্টা করবো দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বিষয়টি সংশোধন করার।
জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়াল সরকার বর্তমানে অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
তালিকা দেখতে ক্লিক করুন:
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরআইএস/