মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর নীলক্ষেতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মীনি ও জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
খন্দকার লুৎফর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মালিক জনগণ।
তিনি বলেন, গণতন্ত্র ও দেশের পক্ষে কথা বলার কারণেই দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে বন্দি। দেশনেত্রীর জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তার জামিনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্পষ্টভাবে মনে রাখতে হবে লড়াই ছাড়া দেশনেত্রীর মুক্তি হবে না, লড়াই করেই তাকে মুক্ত করতে হবে।
জাগপা সহ-সভাপতি আ স ম মিজবাহউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ূন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, উপদেষ্টা সালাম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক বাদল প্রধান, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম, মোহম্মদ হোসেন, রাকিবুল হাসান রুবেল, নাহিদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএইচ/আরআইএস