ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
খালেদা জিয়ার মুক্তি দাবিতে মশাল মিছিল ধানমন্ডি থানা বিএনপির মশাল মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মশাল মিছিল করেছে ধানমন্ডি থানা বিএনপি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে গিয়ে শেষ হয়।  

মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার খালেদা জিয়াকে গায়ের জোরে বন্দি রেখেছে।

এর মধ্য দিয়ে তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করেছে। আমরা মনে করি, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।

মশাল মিছিলে আরও অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।