ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনী আ’লীগের সম্মেলনে আমন্ত্রণ পাবেন বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ফেনী আ’লীগের সম্মেলনে আমন্ত্রণ পাবেন বিএনপি নেতারা আওয়ামী লীগ ও বিএনপির লোগো

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাবে দলটি। সম্মেলনে ১৪ দলীয় জোটের শরীক ছাড়াও অন্য দলকেও আমন্ত্রণ জানানো হবে।

জেলা আওয়ামী লীগের গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বাংলানিউজকে জানান, আগামী ২৬ অক্টোবর ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য ১৪ দলীয় জোটের শরীকদের আমন্ত্রণ জানানো হবে।

শুধুমাত্র জামায়াত ছাড়া বিএনপি, জাতীয় পার্টিসহ জেলায় যেসব রাজনৈতিক দলের কার্যক্রম রয়েছে তাদের আমন্ত্রণ পাঠানো হবে। সম্মেলন স্থলে তাদের জন্য নির্ধারিত আসনও রাখা হবে।  

দু’একদিনের মধ্যে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেবে বলেও জানান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য করিম উল্যাহ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।