ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্রিকেটারদের ধর্মঘটে জাপা চেয়ারম্যানের উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ক্রিকেটারদের ধর্মঘটে জাপা চেয়ারম্যানের উদ্বেগ ফাইল ফটো

ঢাকা: সম্মানী বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানান তিনি।

ক্রিকেটারদের যৌক্তিক সব দাবি বিবেচনা করতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ক্রিকেটাররা আমাদের ঐক্যের প্রতীক। তাদের সকল চাওয়া-পাওয়ার প্রতি সহানুভূতিশীল থাকতে হবে।  

তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। বিকেএসপি থেকেই এখন তরুণ খেলোয়াড় পাচ্ছে জাতীয় ক্রিকেট দল।

পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেবে এমন আশাবাদ প্রকাশ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।