ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, এ রায়ে পরিপূর্ণভাবে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেনি। নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে থানার ওসির বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সাজা না দিয়ে আড়াল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার রায়ের প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক সেলিমা ও সদস্য সচিব নিপুন রায় বিবৃতিতে আরো বলেন, বর্তমান অবৈধ সরকার পুলিশের ওপর ভর করে ক্ষমতা দখল করেছে বিধায় পুলিশকে রক্ষা করে রায় দেওয়া হয়েছে।
জনগণের জানমাল হেফাজত করার দায়িত্ব যে পুলিশ বাহিনীর ওপর, সে পুলিশ যখন রায়ের ফাঁক দিয়ে পার পেয়ে যায়, তখন ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএইচ/আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।