শনিবার (২৬ অক্টোবর) ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সেই সম্মেলন ঘিরেই এ বর্ণিল সাজ।
সম্মেলনের আগেই উৎসবের শহরে পরিণত হয়েছে পুরো শহর। চারিদিকে সাজ সাজ রব। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সড়কদ্বীপ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
শনিবার দুপুরের পর থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, অতীতে কখনও আওয়ামী লীগের জেলা পর্যায়ের সম্মেলনে নান্দনিকতার এমন সমাহার ঘটেনি। জেলাপর্যায়ে প্রথম সম্মেলন হওয়ায় রেকর্ড গড়ার লক্ষ্যে কাজ করছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা।
এবারের সম্মেলন জাঁকজমক করতে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, শহরের প্রবেশপথ মহিপাল থেকে রঙিন সাজে সাজানো হয়েছে।
এছাড়া, অর্ধশত তোরণ নির্মাণ করা হয়েছে। বিলবোর্ড টাঙানো হয়েছে শহরজুড়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি স্থান পেয়েছে এসব বিলবোর্ড-ব্যানারে।
দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের স্থাপনা। ফেনী সরকারি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, তৎসংলগ্ন পৌরসভা ভবন, আপ্যায়ন আফরোজ টাওয়ার, ফেনী গার্ডেন সিটিতে আলোকসজ্জা করা হয়েছে। আশপাশের গাছ-গাছালিতেও আলোকসজ্জা রয়েছে।
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার বাংলানিউজকে বলেন, নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সম্মেলন জাঁকজমক করতে নেতাকর্মীরা প্রাণান্ত কাজ করছেন।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে পিকআপ গাড়িতে প্রচারণা চালানো হচ্ছে।
সম্মেলন আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বাংলানিউজকে বলেন, সম্মেলন ঘিরে সাজসজ্জাসহ ব্যাপক আলোকসজ্জা হয়েছে। তোরণ ও বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়েছে। মঞ্চ নির্মাণসহ সবকিছুর কাজ প্রায় শেষ।
সম্মেলন আহ্বায়ক কমিটির অপর সদস্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সম্মেলন জাঁকজমক করতে খরচের পরিমাণ সুনির্দিষ্ট নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশ অনুযায়ী সৌন্দর্য বাড়ানো জন্য নেতাকর্মীরা যখন যেটি প্রয়োজন মনে করছেন সেটিই করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি, ফেনী শহর উৎসবের শহরে পরিণত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচডি/এফএম/এএ