জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম খাজা আহম্মদ। সেই সময়ে তার মালিকীয় তৃপ্তি বোডিংই ছিল জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়।
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিযানের মুখে জয়নাল হাজারী দেশ ছেড়ে পালালে দলের ওই দুঃসময়ে জেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর স্টেশন রোডের বাসভবনের নিচতলা অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।
এরপর ২০০৩ সালে তিনি শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের পাশে কলেজ রোডের সমবায় মার্কেটের তিন তলায় অস্থায়ী কার্যালয় ভাড়া নেন। এই অস্থায়ী কার্যালয়ই এতদিন দলীয় অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে জেলা আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে নিজস্ব ঠিকানা। শহরের স্টেশন রোডে ১০ শতক ভূমিতে সাততলা বিশিষ্ট এ ভবন নির্মাণ করা হবে।
শনিবার জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগেই এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/আরবি/