শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মেনন দেরিতে হলেও সত্য কথা বলেছেন।
বিএনপির প্রবীণ নেতা মওদুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত ২৯ ডিসেম্বর বর্তমান সরকার ‘সিভিলিয়ান ক্যু’ করে ক্ষমতা দখল করেছে। এ সরকারের রাষ্ট্র পরিচালনা করার কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। সুতরাং মেননের বক্তব্যের পর সরকারের উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া।
তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার দেশে গণতন্ত্র ফিরে আসবে। সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে এবং প্রশাসন একটি নিরপেক্ষ প্রশাসন হিসেবে প্রতিষ্ঠিত হবে। পুলিশ-র্যাবকে রাজনৈতিক কারণে ব্যবহার করার বদলে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে। মুক্তি পাবেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তার মুক্তির জন্য কারও কাছে দেন-দরবার করার দরকার হবে না।
খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে তিনি বলেন, আদালত তাকে জামিন দেবেন না। কারণ, সরকার তার জামিন চায় না। রাজনৈতিক প্রভাবের কারণে এক বছর আট মাসে তার জামিন হয় না। তার জামিন আইনের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাসও করি না। তার মুক্তির একমাত্র পথ রাজপথ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দেশের গণত্রন্ত্র।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান- টু লেইট। টেন ইয়ার্স টু লেইট। কারণ, এ দশ বছর আপনারা কিছুই করেননি। এখন দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। এতে কোনো লাভ হবে না। আপনারা দুর্নীতি দূর করতে পারবেন না।
গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডিএন/এফএম/আরআইএস/