শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে জাসদ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি সভার বক্তব্যে তিনি একথা বলেন।
ইনু বলেন, যেভাবে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে জঙ্গিবাদ দমন করা হয়েছে, ঠিক একইভাবে দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের বিরুদ্ধেও শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করতে হবে।
সাবেক তথ্যমন্ত্রী বলেন, সুশাসনের জন্য আইনের শাসন নিশ্চিত করতে মুখ ও দল না দেখে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে রাষ্ট্র-প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশিত পথ অনুসরণ করতে হবে।
কর্মীসভা থেকে হাসানুল হক ইনু আগামী ৩১ অক্টোবর ২০১৯ দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য দলের সব নেতা-কর্মী-সংগঠকদের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরকেআর/একে