ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
জয়পুরহাটে বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

জয়পুরহাট: ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় জয়পুরহাট চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন- বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক ওবাইদুল্লাহ মুসা প্রমুখ।

জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে একাধিক নেতা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।