ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফেনী আ’লীগের সভাপতি আক্রামুজ্জামান, সা. সম্পাদক নিজাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, অক্টোবর ২৭, ২০১৯
ফেনী আ’লীগের সভাপতি আক্রামুজ্জামান, সা. সম্পাদক নিজাম

ফেনী: গুঞ্জনই সত্য হলো। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আক্রামুজ্জামান। আর সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দায়িত্বটি পেয়েছেন নিজাম উদ্দিন হাজারী এমপি।

শনিবার (২৬ অক্টোবর) জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর সভাপতি পদে আক্রামুজ্জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সেজন্য সম্মেলনে কেবল সভাপতি পদে ভোটাভুটি হয়েছে।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন (বক্তব্য) শেষে দ্বিতীয় অধিবেশন তথা ভোটাভুটি হয়।

সম্মেলন ঘিরে সভাপতি পদে বর্তমান সভাপতি আবদুর রহমান বিকম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি হাফেজ আহম্মদ ও প্রিয়রঞ্জন দত্ত প্রার্থী হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান হাফেজ ও প্রিয়রঞ্জন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুর রহমান বিকম ও আক্রামুজ্জামান।

অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। ২৬৬ জন কাউন্সিলরের মধ্যে ২৫৬ জন ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত করেন আক্রামুজ্জামানকে।

২০১২ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে আবদুর রহমান বিকম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হন নিজাম উদ্দিন হাজারী।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।