ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওয়ার্কার্স পার্টি থেকে বিমল বিশ্বাসকে বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ওয়ার্কার্স পার্টি থেকে বিমল বিশ্বাসকে বহিষ্কার বিমল বিশ্বাস

ঢাকা: ওয়ার্কার্স পার্টি থেকে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস তার প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করে নিলেও পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 

গত ২২ অক্টোবর বিমল বিশ্বাস তার প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করে পার্টির কাছে চিঠি পাঠান। কিন্তু শনিবার (২৬ অক্টোবর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় বিমল বিশ্বাসকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান বাংলানিউজকে বলেন,  বিমল বিশ্বাস তার সদস্য পদ প্রত্যাহারের জন্য পার্টির কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে কিছু বক্তব্য উপস্থাপন করেছেন। সেটা অপ্রাসঙ্গিক ও অসংগতিপূর্ণ। তাই কেন্দ্রীয় কমিটির আলোচনার পর তাকে বহিষ্কার করার সিন্ধান্ত নেওয়া হয়।   

এদিকে সদস্য পদ প্রত্যাহারের পর পার্টি থেকে বহিষ্কারের বিষয়টি জানতে চাওয়া হলে বিমল বিশ্বাস বাংলানিউজকে বলেন, ওয়ার্কার্স পার্টির কোনো  নৈতিক অধিকার নেই বহিষ্কার করার। কারণ, আমি আমার সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছি গত ২২ অক্টোবর। কিন্তু আমাকে প্রতিহিংসা পরায়ণ মানসিকতা থেকে বহিষ্কার করা হয়েছে। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে পড়ে না।  

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এসভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন৷ সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরোর সদস্য নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক ও ইকবাল কবির জাহিদ৷


বাংলাদেশ সময়: ০১২৫ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসকে/পিএস/এসআইএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।