ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা নেই: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
দেশে পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা নেই: খোকন যুবদলের আলোচনা সভায় খায়রুল কবির খোকন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা নেই, বিচার নেই। বিনা বিচারে মানুষ ধুকছে। রাস্তায় গুলি করে মানুষ মারা হচ্ছে। 

তিনি বলেন, বিনা দোষে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে রয়েছেন। ন্যায় বিচার পাচ্ছেন না।

এ থেকে দেশের মানুষকে পরিত্রাণ পেতে হলে সরকার পতনের আন্দোলন জোরদার করতে হবে।  

এসময় তিনি আরও বলেন, আন্দোলন বেগমান করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক মহিলা এমপি রোকেয়া আহমেদ লাকি, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান, সহ-সভাপতি শাহেন শাহ শানুসহ জেলা বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।