ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ দলের চিঠির জবাব দিলেন মেনন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
১৪ দলের চিঠির জবাব দিলেন মেনন

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের ঘটনায় ১৪ দলের দেওয়া চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন

রোববার (২৭ অক্টোবর) রাতে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গিয়ে তার কাছে এই চিঠি পৌঁছে দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে রাশেদ খান মেনন জানিয়েছেন তার বক্তব্য মিডিয়াতে পুরোপুরি না আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর কারণে কেউ যদি মনে করেন, ১৪ দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

সূত্র আরও জানায়, ১৪ দলের দেওয়া চিঠি নিয়ে রোববার (২৭ অক্টোবর) ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা হয়। সেখানে কেউ কেউ এ বিষয়ে বলেছেন, ১৪ দল একসময় ছিল আন্দোলনের জোট, এখন এটি নির্বাচনী জোট। মেনন যে বক্তব্য দিয়েছেন, তার জন্য ১৪ দলের কাছে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আলোচনার পর চিঠির জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়।  

চিঠিতে মেনন তার বক্তব্য প্রসঙ্গে আরও বলেন, আমার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল, আছে- এ নিয়ে কোনো সংশয় নেই। সংশয় থাক, এটা আমরা চাই না। এটা নিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি তৈরি হয়, কেউ যদি মনে করে, এর জন্য ১৪ দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জন্য আমি দুঃখপ্রকাশ করছি।

সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। সেদিন তিনি বলেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই। ’  

এ ঘটনার ব্যাখা চেয়ে গত ২৪ অক্টোবর রাতে মেননের কাছে জোটের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়।  

ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তার এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে মেননের চিঠি পাওয়ার পরই সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় ১৪ দলের একসভা আহ্বান করা হয়েছে। এ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানায়।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসকে/এমএ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।