সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা একটি স্বাভাবিক অসুখ।
তিনি বলেন, খালেদা জিয়ার হাঁটুতে অনেক বছর আগে অপারেশন হয়েছে। তার এই সমস্যাগুলোকে বড় করে দেখিয়ে বিএনপি অপরাজনীতি করছে। জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে।
‘বিএনপির কাছে আমার প্রশ্ন, খালেদা জিয়ার স্বাস্থ্য ঘিরেই কি তাদের রাজনীতি? তাদের কাছে কি জনগণের বিষয় নিয়ে আর কোনো ইস্যু নেই আন্দোলন করার। ’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভারতীয় পরিচালক চলচ্চিত্র নির্মাণ করবেন। আগামী ২ নভেম্বর এ ছবির সহকারী পরিচালক ও প্রধান চিত্রগ্রাহক বাংলাদেশ আসবেন। তাদের টুঙ্গীপাড়া যাওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতা নয়, তিনি বিশ্বের নির্যাতিত মানুষের নেতা। তার জন্মশতবার্ষিকী আমরা এমনভাবে পালন করতে চাই, যাতে সবার দৃষ্টি কাড়ে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরকেআর/এমএ