তিনি বলেন, অবিলম্বে রাসেলের খুনিদের বিচার সম্পন্ন করতে হবে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের তোপখানা যুব মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শহীদ রাসেলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
কমরেড ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশ যুব মৈত্রীর সংগঠক এবং খিলগাঁও শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদ খানকে ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের খুনিরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি ও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ১৩ বছর অতিবাহিত হয়ে গেলো। কিন্তু রাসেলের খুনিদের বিচার হলো না। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে রাসেলের খুনিদের বিচার সম্পন্ন করতে হবে।
এ সময় বাংলাদেশ যুব মৈত্রী শহীদ ঠাকুরের হত্যাকারী বিএনপি-জামায়াতের খুনিদের বিচার নিশ্চিত এবং সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত ও সর্বস্তরে দুর্বৃত্তায়নের রাজনীতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি সাবাহ আলী খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, যুব মৈত্রীর সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, সহ-সভাপতি তৌফিক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরকেআর/আরআইএস/