ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির প্রচার সম্পাদক ও গত সম্মেলনে সভাপতি পদে প্রার্থিতা বাতিল হওয়া জুয়েল মৃধা বাংলানিউজকে এ তথ্য জানান।
জুয়েল মৃধা বলেন, আমরা আশঙ্কা করছি ছাত্রদলের যারা বিবাহিত তাদের নতুন কমিটিতে স্থান দেওয়া হবে না।
জুয়েল বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির প্রচার সম্পাদক। গত সম্মেলনে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছিলাম। কিন্তু বিবাহিত হওয়ার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। এভাবে বিবাহিত বলে অনেককে বাতিল করা হয়েছে। এখন পুর্ণাঙ্গ কমিটিতেও ঢালাওভাবে বিবাহিত চিহ্নিত করে বাদ দিলে আমাদের রাজনীতি থাকবে না। সেজন্য প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছি। আশাকরি দুই শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেবেন।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের জাতীয় সম্মেলন গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলরা সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচ/এএ