ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাম দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাদের মতবিনিময় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
বাম দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাদের মতবিনিময়  বাম গণতান্ত্রিক দলগুলোর নেতাদের মতবিনিময়

ঢাকা: বুর্জোয়া লেজুড়বৃত্তি ও বিলোপবাদী ধারার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছয় কেন্দ্রীয় নেতা বাম গণতান্ত্রিক দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন কমরেড নুরুল হাসান।

ওয়ার্কার্স পার্টির আদর্শ রক্ষায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমরেড জাহিদ ইকবাল। এসময় সমন্বয় কমিটির অন্যতম সদস্য অনিল বিশ্বাসও উপস্থিত ছিলেন।  

কমরেড জাহিদ ইকবাল ওয়ার্কার্স পার্টির মতাদর্শগত সংগ্রাম ও কংগ্রেস বর্জনের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেন সভায়।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, কমরেড আজিজুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, গরিব মুক্তি আন্দোলনের কমরেড সামসুজ্জামান মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।