ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃষক লীগের সপ্তম সম্মেলন বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
কৃষক লীগের সপ্তম সম্মেলন বুধবার

ঢাকা: বুধবার (০৬ নভেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সপ্তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবারের সম্মেলনে সংগঠনটির গঠনতন্ত্রে দুইটি বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করা হবে। গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি এই সংশোধনী প্রস্তাব তৈরি করেছে। এটি কাউন্সিলে পাসের জন্য উপস্থাপন করা হবে।  

প্রস্তাব দু’টি হলো কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানো ও সংগঠনের স্লোগানের পরিবর্তন।

কৃষক লীগ সূত্র আরও জানায়, বর্তমানে কৃষক লীগের কমিটির সদস্য সংখ্যা ১১১ জন। এ সংখ্যা বাড়িয়ে ১৫১ করার প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। আর সংগঠনের বর্তমান স্লোগান হচ্ছে- কৃষক বাঁচাও, দেশ বাঁচাও।  

কৃষক লীগের নেতারা বলেন, এই স্লোগান যখন দেওয়া হয়েছিল তখন কৃষকদের যে অবস্থা ছিল তার চেয়ে পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে কৃষি খাতে আধুনিকায়ন হয়েছে।  

কৃষক ও কৃষির যথেষ্ঠ উন্নতি হয়েছে। তাই এই স্লোগানে সংশোধনী এনে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে- ‘সুখী কৃষক, সুখী দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান করার প্রস্তাব করা হয়েছে।   

এ বিষয়ে জানতে চাওয়া হলে কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। গঠনতন্ত্রে স্লোগানসহ কিছু সংশোধনীর প্রস্তাব আনা হয়েছে। এটা আমাদের কৃষক লীগের সাংগঠনিক নেতার সম্মতি নিয়ে কাউন্সিলে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।