শনিবার (০৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আলোচনা সভা সংক্রান্ত ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
তিনি বলেন, দেশ-বিদেশে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে সারাবিশ্বের মানুষ আরও বেশি জানার সুযোগ পাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) আরমা দত্ত, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. মশিউর রহমান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত, সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায়, বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএইচ/আরআইএস/