রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ নূর হোসেনকে স্মরণ এবং তার প্রতি শ্রদ্ধা জানান। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ শ্রদ্ধা নিবেদন চলে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছিলেন। যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন, দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত আছে।
‘আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে। এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। এটাই আজকের শপথ, অঙ্গীকার,’ যোগ করেন ওবায়দুল কাদের।
ঝূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে কাদের বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত আছে। সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীরা কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, অভিযোগ আর নালিশ ছাড়া বিএনপির এখন রাজনৈতিক কোনো পুঁজি নেই।
শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ছাড়াও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায় আব্দুল্লাহ ক্বাফী রতনের নেতৃত্বে কমিউনিস্ট পাটি (সিপিবি), বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে বাসদ, এমরান আহমেদের নেতৃত্বে ওয়ার্কার্স পার্ট, সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পাটি, আব্দুল্লাহ ক্কাফী রতনের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, চালক লীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।
এসময় উপস্থিত রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তারা নূর হোসেন যে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন, সেই গণতন্ত্র সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মুষলধারে বৃষ্টি এবং বৈরি আবহাওয়া উপেক্ষা করেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শত শত নেতাকর্মী নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন নূর হোসেন চত্বরে স্বৈরাচারের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসকে/এসএ