ঢাকা: বিএনপিতে যোগ দেওয়ার খবর ভিত্তিহীন দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এলডিপি থেকে বাদ পড়ার পর কে কোন দল করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে এলডিপি চিন্তিত নয়। এলডিপির প্রেসিডেন্ট, মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্যরা মিটিং করেই নিষ্ক্রিয়দের কমিটিতে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। অযোগ্য, নিষ্ক্রিয়রা এলডিপি থেকে বাদ পড়বে, এতে বিচলিত হওয়ার কিছু নেই।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
রেদোয়ান আহমেদ বলেন, এলডিপি থেকে সাবেক তিনজন সংসদ সদস্য মনোনয়ন না পেয়ে হতাশা থেকে দল ত্যাগ করেছেন ২০১৮ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ায় সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব হয়নি। কারণ তারা দীর্ঘ ১২ বছরেও তাদের এলাকায় কোনো ওয়ার্ড এমনকি ইউনিয়ন কমিটিও করতে পারেনি।
তিনি আরও বলেন, আমার প্রসঙ্গে কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে সুযোগ পেলে আমি বিএনপিতে যোগ দেবো। যা মনগড়া বক্তব্য। এর কোনো ভিত্তি নেই।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএইচ/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।