শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিংড়া উপজেলার আত্রাই নদীর নাছিয়ারকান্দি ত্রি-মোহনী ঘাটে ৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মরহুম ফজলার রহমান ফুনু স্মৃতি সেতুর উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে নির্বাচনের পর এলাকার জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, মানুষ আগে হেঁটে সিংড়া সদরে যেত, এখন সিংড়ার প্রতিটা জনপদে উন্নয়ন হয়েছে। কাজ করতে ভয় পাইনি, আমরা জনগণের ভালোবাসা চাই।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, মরহুম ফজলার রহমান ফুনুর ছেলে আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুবক্কর সিদ্দিক রকি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, মরহুম শাজাহান আলীর ছেলে শরফরাজ নেওয়াজ বাবু, কলম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু মেম্বার, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ কলম ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ওএইচ/