ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ

ঝালকাঠি: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

সোমবার (১৮ নভেম্বর) সকালে ঝালকাঠি পৌর শহরের আমতলা সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আজ আকাশ ছোঁয়া। মৌলিক চাহিদা মেটাতে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। দাম নিয়ন্ত্রণে আনতে তিনি সরকারের কাছে দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।