ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগ পেঁয়াজ ছাড়া খেলেও মানুষ পেঁয়াজ দিয়েই রান্না করে’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
‘আ’লীগ পেঁয়াজ ছাড়া খেলেও মানুষ পেঁয়াজ দিয়েই রান্না করে’ 

সিলেট: আওয়ামী লীগ পেঁয়াজ ছাড়া রান্না করে খেতে পারলেও দেশের মানুষ পেঁয়াজ দিয়ে রান্না করে খায়। প্রধানমন্ত্রীর ঘরে গেলে দেখা যাবে আরও বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রার মাঠে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিএনপির আয়োজনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন বিএনপির নেতারা।
 
নেতারা বলেন, পেঁয়াজ ছাড়া গণভবনে তরকারি রান্না করে খাওয়া হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।

এ ধরনের মিথ্যা কথা বলে প্রধানমন্ত্রী জাতিকে নিয়ে উপহাস করেছেন।
 
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছলের পরিচালনায় বক্তারা বলেন, কেবল পেঁয়াজ নয়, চাল, সবজি, ওষুধসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে।  
 
সরকারের সময় ঘনিয়ে আসছে মন্তব্য করে বক্তারা বলেন, এতোদিন ব্যাংক, কয়লার খনি, শেয়ারবাজারসহ সবকিছু লুটে খেয়ে সরকার এখন পেঁয়াজের দাম কারসাজি করে বাড়িয়ে শেষ পর্যায়ে চলে এসেছে।
 
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সদস্য সামিয়া বেগম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আবুল কাশেম, আহমেদুর রহমান চৌধুরী মিলু, শামিম আহমদ, একেএম তারেক কালাম।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।