ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ সমাজকে দূষিত করে ফেলেছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আ’লীগ সমাজকে দূষিত করে ফেলেছে: মির্জা ফখরুল সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সমাজকে পুরোপুরি দূষিত করে ফেলেছে। সমাজে বিভক্তি এত ভয়ঙ্করভাবে ঢুকে গেছে,  এখন ভয়ে কেউ কথা বলতে চায় না। ১৯৭৫ সালে এ অবস্থার সৃষ্টি হয়েছিল। তখন কেউ কেউ সমালোচনা করলে তাকে রক্ষীবাহিনী দিয়ে ধরে নিয়ে যাওয়া হতো। সেখানে নারী এবং শিশুরাও রক্ষা পেতো না। 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা  ফখরুল বলেন, সরকারকে সরাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।

এটাই হচ্ছে একমাত্র পথ।  আমাদের মধ্যে অনেকেই হতাশার কথা বলেন। হতাশাই শেষ কথা নয়। মনে রাখতে হবে অন্ধকারের পরেই আসবে নতুন ভোর।

আওয়ামী লীগের রোল মডেলের সমালোচনা করে ফখরুল বলেন, এখন যেটা দাঁড়িয়েছে তারা এখন সন্ত্রাসের রোল মডেল, দুর্নীতির রোল মডেল।  

তিনি বলেন, এদেশে কেউ এখন নিরাপদ নয়। যারা একটু শারীরিকভাবে দুর্বল তারা বেশি অনিরাপদ। তিন বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ-যুবক, বাবা, ভাই, কেউ কিন্তু এখানে নিরাপদ নয়। বাংলাদেশ এখন একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। সারাদেশে প্রতিদিনই নারী ও শিশুর ওপর অত্যাচার-নির্যাতন চলছে। এ সমাজকে ভেঙে নতুন সমাজ ও নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে। এজন্য তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে।

নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, ঢাবির অধ্যাপক ড. ওবায়েদুল ইসলাম।  

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।