ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে দেখতে যান তিনি।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল সানাউল্লাহ’র শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।


            
গত ১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে সানাউল্লাহ মিয়াকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।