ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
উল্লাপাড়ায় নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সরকারি কাজে বাধা দান ও নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশরাফুল আলম ওরফে মোতালেব নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল আলম ওরফে মোতালেব ওই গ্রামের বাসিন্দা ও দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  গ্রেফতার জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ১৮টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।