ইসমাঈল হোসেন বেঙ্গল।
ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল বলেছেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, মানুষ টিকে থাকলে সবকিছু টিকবে। সময় এখন মানুষকে বাঁচিয়ে রাখার। তাদের পাশে দাঁড়ানোর।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।
ইসমাঈল হোসেন বেঙ্গল বলেন, করোনা ভাইরাস দেশের গরিব-দুঃখী মানুষের জীবনে ইতোমধ্যে মহাসংকট হয়ে দেখা দিয়েছে।
এ মন্দাবস্থা দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা রয়েছে। সমাজের গরিব-দুঃখী মানুষ যেন খাদ্যের অভাবে মারা না যায় সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অবকাঠামোগত উন্নয়নের চেয়েও গরিব-দুঃখী মানুষের পেটে ভাত জোগানো সরকারের প্রধান কর্তব্য।
তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, জনগণ সব ক্ষমতার উৎস এটা আমাদের ভুলে গেলে চলবে না। নির্বাচন এলে জনগণের কথা মনে পড়বে কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন না এটা হতে পারে না। নির্বাচনের সময় ভোট চাওয়ার মতো এ সংকটে জনগণের কাছেও যেতে হবে। গরিব-দুঃখী মানুষের দরজায় গিয়ে খাবার পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএইচ/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।