ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন সাদ এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ৩, ২০২০
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন সাদ এরশাদ

রংপুর: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন অসহায় মানুষের মধ্যে দুই দফায় খাদ্যসামগ্রী বিতরণের পর এবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।

রোববার (৩ মে) বিকেল ৩টার দিকে রংপুর নগরের দর্শনা মোড়ে পল্লী নিবাসে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবি শংকর মণ্ডলের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন তিনি।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪৭টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের  জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১৫০ পিস পিপিই দেন সাদ এরশাদ।

তিনি বলেন, করোনা যুদ্ধে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। রংপুরে করোনা আক্রান্তদের অধিকাংশই স্বাস্থ্য বিভাগের লোকজন। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকলে তাদের ঝুঁকির মাত্রা বেড়ে যাবে।  

এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিসহ স্থানীয় বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।