সোমবার (৪ মে) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির উপদেষ্টা জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন অর রশীদ, সদস্য ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সদস্য জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সদস্য জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমএইচ/আরবি/