রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বরিশাল জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মজিবর রহমান বলেন, আসলে সরকার সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ করতে গেলে তাদের দুর্নীতির মুখোশ সমাজের সামনে বেরিয়ে আসবে।
এর আগে নগরের নতুন বাজার এলাকাধীন মড়কখোলার পুল সংলগ্ন ই্মারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব উদ্যোগে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন মজিবর রহমান সরোয়ার।
ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জি ফারুক, বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ খান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি আ. রব, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোতোয়ালি শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন ও বরিশাল মহানগর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১০, ২০২০
এমএস/আরবি