মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মান্না।
মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, মুক্তি পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ দেখিয়েছিলাম।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম খালেদা জিয়াকে দেখতে। তার অসুস্থতা আগের মতোই আছে। বাম হাত বেঁকে গেছে। তুলতে পারেন না, ডান হাতেও ব্যথা। তবে তার মনোভাব আগের মতোই অটুট আছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, মাহমুদুর রহমান মান্না রাতে চেয়ারপারসনের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমএইচ/আরবি/