ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে আ’লীগ নেতা বরকত ও তার ভাইসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৮, ২০২০
ফরিদপুরে আ’লীগ নেতা বরকত ও তার ভাইসহ আটক ৯ সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল।

ফরিদপুর: ফরিদপুরে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও বিদেশি মুদ্রাসহ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাইসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। 

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের আটক করা হয়।  

সোমবার (৮ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।

 

এর আগে রোববার (৭ জুন) গভীর রাতে ফরিদপুর শহরের বদরপুর থেকে আটক করা হয়।

গত ১৬ মে সন্ধ্যায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। পরে সুবল সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বলে জানান পুলিশ সুপার।  

.রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল ও সহযোগী রেজাউল করিম বিপুলকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে।  

পরে তাদের অফিস, বাসা ও রেস্ট হাউস তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২শ বস্তা চাল, ২৯ লাখ টাকা, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি এবং পিস্তল ও শর্টগানসহ মোট ৭টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি জব্দ করে।

এর পর অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।  

তিনি জানান, আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।